প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৬:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৩, ২:১৫ পি.এম
বিশ্বকাপে ক্রিকেটারদের জন্য যে ব্যাপারটি ‘ভয়ংকর’ বললেন ম্যাক্সওয়েল।
মোহাম্মদ রবিউল ইসলাম, ঝিনাইদহ।।
অস্ট্রেলিয়া দল তখন ফিল্ডিংয়ে। বিরতির সময় হঠাৎ করেই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলো নিভে গেল। স্পিকারে বেজে উঠল সুরের মূর্ছনা। গ্যালারির দর্শকের অনেকেই ফোন বের করে ফ্লাশলাইট জ্বালালেন, হইহুল্লোড়ে প্রকম্পিত স্টেডিয়াম। সুরের তালে তালে ফ্লাডলাইট কিছুক্ষণ জ্বলল আর নিভলও। এরপর সব ফ্লাডলাইট জ্বলে উঠল একসঙ্গে।
বিশ্বকাপে এমন দৃশ্য দর্শকের কাছে মোটেও অপরিচিত নয়। ম্যাচের মধ্যে এমন আলোক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ার তারকা গ্লেন ম্যাক্সওয়েলের তা মোটেও ভালো লাগেনি। ম্যাচের মধ্যে এই আলোক প্রদর্শনী খুব বোকার মতো কাজ বলে মনে হয়েছে তাঁর কাছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com