প্রেস বিজ্ঞপ্তি : প্রকাশনা প্রতিষ্ঠান ‘বাঙালি’ দীর্ঘদিন যাবৎ দেশের সাহিত্য ও সংস্কৃতি এবং প্রকাশনা জগতে নানাবিধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শেখ রাসেল ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্মের মূল্যায়নধর্মী ও ইতিহাসÑঐতিহ্য, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও সাহিত্যে প্রায় ৩০০টি বই প্রকাশ করেছে। বাঙালি ইতোমধ্যি প্রকাশনা শিল্পে সুনামের সাথে কাজ করে সুধী সমাজের আস্থার জায়গা স্থান করেছে।
এ বছর ‘বাঙালি’ প্রকাশনার ৭ম বছর পূর্তি উপলক্ষে বাঙালি সাহিত্য উৎসব ২০২৩ ও বাঙালি সাহিত্য সম্মাননা ২০২৩ ’ এবং বাঙালি সাহিত্য পুরস্কার ২০২৩ আয়োজন করা হয়েছে। সাহিত্যে অবদানের জন্য এবছর বাঙালি সাহিত্য সম্মাননা পাচ্ছেন, শিশুসাহিত্যক ফরিদুর রেজা সাগর, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, কবি মারুফুল ইসলাম, কথাহিত্যিক মিলা মাহফুজা ও কবি দুখু বাঙাল এবং বাঙালি সাহিত্য পুরস্কার পাচ্ছেন, গল্পকার জান্নাতুল বাকেয়া কেকা, কথাসাহিত্যিক জয়শ্রী দাস, গবেষক জে. আলী, কবি শরাফত হোসেন ও কথাসাহিত্য শাহমুব জুয়েল।
খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com