প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ২:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৩, ১১:২৩ পি.এম
রাজারহাটে জাতীয় যুব দিবসে ৯ জনকে সম্মাননা স্মারক প্রদান
মোঃ সাইফুল ইসলাম,
রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
"স্মার্ট যুব,সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় যুব দিবস ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১ লা নভেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা,যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর। অনুষ্ঠানের শুরুতে একটি যুব র্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন করে। রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। বিশেষ অতিথি ছিলেন,রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান,সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম,রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য, মোঃ এনামুল হক, চাকিরপশার ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম। উন্নয়ন কর্মকর্তা উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান রাজু'র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন-যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল আনোয়ারী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,
প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস এ বাবলু ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,সিনিয়র সাংবাদিক কবি ও সাহিত্যিক সরকার অরুণ যদু,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায় শ্রেষ্ঠ উদ্যোক্তা তৌহিদুর রহমান বেপারী প্রমুখ। জাতীয় যুব দিবসে বিভিন্ন ক্যাটাগরিতে ৯ জনকে সম্মাননা স্মারক এবং যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com