. ভোলা জেলা
<> এম হাফিজুর রহমান শিমুল <>
মেঘনার কোলে সবুজ শ্যামলে
মনে দিয়ে যায় দোলা,
ফুল পাখি ফলে ভাটায়
জোয়ারের এই ভোলা।
চাঁদের ভূষণে এক মুঠো
ঝরে আবাসন শশীভূষণ,
উপজেলা সেই চিরচেনা মুখ
জ্যাকব টাওয়ারে চরফ্যাশন।
চারিদিকে নদী সোনা ফলে
চাষে নদী জুড়ে জল ঘোলা,
নানা বিনোদন করায় গ্রহণ
এই সেই ভোলা জেলা।
চোখের খাদ্য মিটে যায়
চোখে মনের খাদ্য মিটে,
দিঘি কাটা বাড়ি সাজিয়ে
রয়েছে তার বসতির ভিটে।
জ্যাকব মিনারে খামার বাড়িতে
চলি কুকরি মুকরি চরে,
বহুদূর থেকে আসেদেখতে
যেই নদীর পথ ধরে ধরে।
নদী পথ দিয়ে করি যাতায়াত
বরিশাল হয়ে ইলিসায় গেলে,
লঞ্চ ফেরি চড়ে বহুক্ষণ ধরে
বসে থাকি মননে শক্তি বলে।
দূরে বসে যারা দেয় অপবাদ
এই ঝড় তুফানের মাটি,
মিছে ভাই মিছে সব শান্ত
মেজাজে পরিবেশ বড় খাঁটি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com