জাবের হোসেন : আশাশুনিতে উন্নয়ন সংস্থার উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়ন সংস্থার বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় শুক্রবার (২১ জুন) সংস্থার আশাশুনি শাখা অফিসে ডায়াবেটিস বিষয়ক দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্পে মোট ১০৫ জন রোগিকে চিকিৎসা প্রদান করা হয়।
দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্পে রোগি দেখেন ডা: মো. আশিকুর রহমান, এমবিবিএস বিসিএস (স্বাস্থ্য) ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এমডি রেসিডেন্ট এবং ডা: সঞ্জয় কুমার রায়, এমবিবিএস বিসিএস (স্বাস্থ্য), খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল।
এ সময় উপস্থিত ছিলেন উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী মো. তারিকুর রহমান, অডিটর মো. রেজাউল করিম, শাখা ব্যবস্থাপক অতীশ দিপঙ্কর মণ্ডল, প্রবীণ কর্মকর্তা রাসেল মাহমুদ, স্বাস্থ্য কর্মকর্তা মো. ইকবাল কবির, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাবের হোসেন, মৎস্য কর্মকর্তা তানভীর রেজা, এমআইএস কর্মকর্তা সাজ্জাদ হুসাইন, সিএইচপি শাহরিয়ার, লতা, নুরুন্নাহার, বাসন্তী, সুষমা, শিল্পী, ডালিয়া প্রমূখ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com