শুধু তোমার জন্যে
কলমেঃ শিরিন সিদ্দিকী
এখনো মাঝরাতে দুচোখ রাঙাই কাজলে
পছন্দের কালো টিপ,ডিপ মেরুন লিপস্টিক
প্রিয় শাড়ির ভাঁজ খুলি সাথে ম্যাচিং ব্লাউজে।
বৃষ্টি এলেই রেশমী চুড়ি আলতা ধোয়ার বাতিক।
বয়সের ফ্রেম সংখ্যায় চল্লিশ ছুঁই ছুঁই ।
তবুও তোমার জন্যে ,,,,
সাদা পাকা চুলের বিনুনি গজরার সুবাসে রাখি মাতিয়ে,,
মেদপূর্ণ বর্ধিত অংশের ভাঁজে ভাঁজে তারুণ্যের ফুলকি রাখি জমিয়ে।
সূর্যোদয়ের সাথে সাথে নতুন শুরু হররোজ ,,
আমাদের প্রতিটি রাত শুভ দৃষ্টির লগ্ন হোক।
অনুভূতিরা কি করে যায় বুড়িয়ে
নেই আমাদের জানা,,,।
সে-ই তেইশের প্রেমিক বয়সে আটকে আছি যেন!
দুই পৃথিবীর দুইটা মানুষ রোজনামচা শেষে
নিয়ম করে যাই মিলিয়ে আদি যুগল হয়ে!
আমার আকাশ তোমায় দিয়ে তোমার সমুদ্রে ভাসি!
একের পাহাড় অপরের মেঘ
কি এক অদ্ভুত বিনিময় !
প্রথম দেখার প্রথম প্রণয় প্রথম লালগোলাপ
এখনো তাতে সতেজ সুঘ্রাণ আমাদের বাগিচায়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com