হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদে শুক্রবার (২১ জুন) বিকাল ৪ টায় বার্ষিক উন্মুক্ত বাজেট অনুষ্ঠিত হয়েছে।বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, বিশিষ্ঠ শৈল চিকিৎসক অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। অনেক দেশের কাছে বাংলাদেশ আজ একটি মডেল দেশ। এখন দেশের রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ, স্বাস্থ্য সেবাসহ সর্বক্ষেত্রে অনেক অংশে উন্নয়ন হয়েছে। আপনারা আমাকে ভোট দিয়েছিলেন বলেই আজ সাতক্ষীরায় উন্নয়নের বিভিন্ন চিত্র দেখতে পাচ্ছেন। আর এভাবেই কালিগঞ্জ, দেবহাটা, আশাশুনি এবং আমার জন্মভুমি নলতাকে উন্নত মডেল করে গড়ে তুলতে চাই। অত্র এলাকার মানুষের জীবন যাত্রার মান উন্নত হোক সেটা আমি দেখতে চাই। এজন্য দরকার দলমত ননির্বিশেষে আপনাদের ঐক্যবদ্ধ সহযোগিতা। আপনাদেরকে আমি বার বার কাছে ডেকেছি। আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন। আপনারা আমার পাশে থাকুন, দেখবেন সকলের সহযোগিতায় আমাদের জীবন যাত্রার মান অনেক বেশি উন্নত করতে পারব। নলতা ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি আফম রুহুল হক এমপি আরো বলেন, নলতা একটি উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন। অত্র ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান একজন সৎ, দক্ষ ও বন্ধুসুলভ জনপ্রতিনিধি। তার নেতৃত্বে আরও এগিয়ে যাবে এই ইউনিয়নের মানুষ। এই ইউনিয়নের জন্য আরো যে সকল জিনিষপত্রের প্রয়োজন আমাকে জানালে আমি সেগুলো নিয়ে আসার চেষ্টা করে যাব। আপনাদের কল্যাণ হোক সে কাজই আমি করে যাব। আর এখন থেকে অত্র অঞ্চলে কোন দুর্নীতি, অনিয়ম, মাদক, ঘের দখল, চাঁদাবাজি, জামি দখল করে যাতে পার না পায় সেজন্য আমি, আমার নেতৃবৃন্দ ও চেয়ারম্যানের সহযোগীতায় অবশ্যই প্রতিহত করব। আজিজুর একজন ভাল ছেলে, ওকে সহযোগীতা করলে নলতা ইউপিকে অচিরেই মডেল ইউনিয়নে রূপান্তর করতে পারবে বলে আমি বিশ্বাস করি। এই অঞ্চলে মাদক ও বাল্যবিবাহের কোন প্রশ্রয় চলবে না বলেও হুশিয়ারি দেন প্রধান অতিথি অধ্যাঃ ডাঃ আ, ফ, ম রুহুল হক।
নলতা ইউপি সচিব মহসীন আলীর সঞ্চালনায় উন্মুক্ত বাজেট সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, চম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, নলতা ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি জনপ্রিয় নেতা তারিকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল হক, হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, সাবেক প্রধান শিক্ষক ইউনুস, আহছানিয়া মিশনের কর্মকর্তাবৃন্দ, নবযাত্রা প্রকল্পের কর্মকর্তাবৃন্দ, ইউপি ডিজিটাল সেন্টারের পরিচালক শিমুল কুমার দাশসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ইউপি সদস্যবৃন্দ ও সুধীবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন। জনপ্রিয় চেয়ারম্যান আজিজুর রহমান পাড় ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য ২ কোটি ৬৭ লক্ষ ৭৮ হাজার ৯ শত টাকার বাজেট পেশ করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com