প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৬:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৩, ১২:৫১ পি.এম
ইবিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ সমিতির মিলনমেলা
মোতালেব বিশ্বাস লিখন, ইবি।।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ সমিতির মিলনমেলা ও সতীর্থ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টার সময় রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারি কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আসিফ আহমেদ শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রক্টর ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, বাংলা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রবিউল হোসাইন, কম্পিউটার সায়ন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রবিউল হক , বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, উপ-পরিচালক জনাব আনোয়ার পাশা সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং জেলা কল্যাণের শতাধিক শিক্ষার্থী।
অনুষ্ঠানে শারমিম শানুর সঞ্চালনায় সম্মানিত অতিথিবৃন্দ ও জেলা কল্যাণ সমিতির সদস্য শিক্ষার্থীরা বক্তব্য রাখেন এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষে নতুন ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের কে ক্রেস্ট প্রদান করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানানো হয়।
এসময় চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ শুভ বলেন, "ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চুয়াডাঙ্গার সকল শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন অটুট ও সুদৃঢ় করতে চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ সমিতি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । এরই ধারাবাহিকতায় আজকের এই মিলন মেলা। এছাড়া তিনি এই অনুষ্ঠান সাফল্যমন্ডিত করতে সম্মানিত অতিথিবৃন্দ এবং সকল শিক্ষার্থীদের কে ধন্যবাদ জানান।"
অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সহ-সভাপতি সাঈদ খান, আবির, জারিফ, সাইমা , মারিয়া, ইরা, নদী, হৃদয় সহ নয়নের অংশগ্রহণে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com