বর্তমানে কলকাতার আলোচিত নায়িকা ইধিকা পাল। শাকিব খান অভিনীত‘প্রিয়তমা’সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছেন তিনি। এক সিনেমাতেই ক্যারিয়ারের শীর্ষে উঠে গেছেন তিনি।
সম্প্রতি ঢাকায় এসেছেন ইধিকার পাল। ধানমন্ডিতে একটি শোরুম উদ্বোধন করেছেন। অংশ নিয়েছেন একটি শুটিংয়ে। তবে এসবের মাঝেও সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন ইধিকা।
এবার জায়েদ প্রসঙ্গে কথা বললেন তিনি। জায়েদ খানের সঙ্গে অভিনয়ের বিষয়ে তিনি বলেন, ‘উনিতো বেশ জনপ্রিয়। প্রস্তাব পেলে অবশ্যই অভিনয় করবো। তবে প্রস্তাবতো পেতে হবে। তারপর ভাবার পালা।’
উল্লেখ্য, ছোট পর্দায় প্রথম অভিনয়ে হাতেখড়ি হয়েছিল ইধিকার। ক্যারিয়ার শুরুর মাত্র ৩ বছরের মাথায় বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে ছবি করে জনপ্রিয় হয়েছেন এ অভিনেত্রী।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com