প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৭:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৩, ৬:০৪ পি.এম
দিনমজুরদের আবাসিক স্থল যখন বিদ্যালয়
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ দিন-মজুরদের আবাসিক স্থলে পরিণত হয়েছে। গত কয়েকদিন ধরে ১০-১৫ জন দিনমজুর বিদ্যালয়টির ওই শ্রেণীকক্ষে অবস্থান করছেন বলে জানা যায়। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে সরজমিনে গিয়ে সে দৃশ্য দেখা যায়।
সরজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির শ্রেণীকক্ষে ১০-১৫ জন দিনমজুর অবস্থান করছে এবং সেখানেই সিগারেট সহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য সেবন করছেন।
জানা যায়, গত ১২ নভেম্বর থেকে শীতকালীন সবজি ফুলকপি উত্তোলনের জন্য বিভিন্ন স্থান থেকে আসা কয়েকজন দিনমজুর শ্রেণীকক্ষে ছিলেন। তারা বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির একজন সদস্যের বাড়িতে কাজ করতে এসেছেন। পরে ১৫ নভেম্বর রাতে বিষয়টি জানাজানি হলে দিন-মজুরদের বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নৈশ প্রহরী নিজাম উদ্দীন বলেন, প্রধান শিক্ষকের মৌখিক অনুমতিতে এখানে ফুলকপির ব্যাপারির লোকজন গত ২ দিন আছেন। কালকে তারা চলে যাবে। যেখানে থাকছেন সেটা পরিত্যক্ত কক্ষ ওখানে ক্লাস হয়না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুজ্জামান হিরক বলেন , ম্যানিজিং কমিটির একজনের অনুরোধে তাদের থাকার জায়গা নেই বলায় বিদ্যালয়ের পরিত্যক্ত রুমে একদিন থাকার অনুমতি দিয়েছিলাম। আসলে তারা কয়দিন ছিল এবং তারা ফুলকপির ব্যাপারির লোক কিনা সেটা আমি জানিনা।
এ বিষয়ে ভারপ্রাপ্ত থানা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান আলী বলেন, স্কুলে ছেলে মেয়েরা আছে এটা কেমন বিষয়। যত দ্রুত সম্ভব বিষয়টি আমি দেখছি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com