আঙ্গিনায় একটা জুঁই ফুলের গাছ লাগাবে?
স্রেফ, হেমন্ত সকালে সবুজ ঘাসে
ছড়িয়ে থাকবে মনের আঙ্গিনায়।
ভয় পেওনা, ওর কোনও কাঁটা নেই,
বিন্দু বিন্দু শিশিরে ভেজা ফুলগুলো
আধোভেজা পথে পড়ে থাকবে
সোনালী রোদের প্রতীক্ষায়
ভয় পেওনা, ওর কোনও কাঁটা নেই।
ঘন বরষা শেষে কোনও এক শ্রাবণ সন্ধ্যায়
মন যদি কাঁদে হারানো স্মৃতিতে,
একটু ফিরে চেও আঙ্গিনায়,
দেখবে, মৃদুবাস ছড়িয়ে মন ভাল করে
দেবার প্রাণান্ত চেষ্টা ওর,
ভয় পেওনা, ওর কোনও কাঁটা নেই।
ঘন কুয়াসায় যখন চিরচেনা পথ
মনে হবে অচেনা, নিকটের ঘরবাড়ি
গাছপালা কিংবা কাছের জনও
হয়ে যাবে ঝাপসা আচেনা।
তখনও সে সবার থেকে আলাদাভাবে
শুভ্রতা ছড়াবে তোমারই আঁখিতে,
ভয় পেওনা, ওর কোনও কাঁটা নেই।
খুব কম যত্নে বেড়ে ওঠা জুঁই
ষড়ঋতুর ফুল হয়ে পাশে থাকবে
তোমারই আঙ্গিনায়।
মন খারাপের এই দেশে
বুকের জমিনে একটা জুঁই ফুলের গাছ লাগাবে?
ভয় পেওনা, আমার কোনও কাঁটা নেই।
লেখক: হাসান হাফিজুর রহমান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com