প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৭:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৩, ২:২৯ পি.এম
ইবিতে পোষ্য কোটা নতুন করে ভর্তি বাতিলের দাবি সাধারণ শিক্ষার্থীদের
মোতালেব বিশ্বাস লিখন, ইবি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফেল করা শিক্ষার্থীদের নতুন করে ভর্তি পক্রিয়া চলছে। আজ সোমবার (২০ নভেম্বর) দুপুরে বিষয়টি নিয়ে মিটিং করবেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে।
বিষয়টি ঘিরে সকাল সাড়ে ১০ টায় উপাচার্য কার্যালয়ে অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় পোষ্য কোটায় ফেল করা শিক্ষার্থীদের ভর্তি না করতে অনুরোধ করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, 'বিশ্ববিদ্যালয়ে সবার অধিকার সমান থাকা দরকার। এখানে যদি পোষ্য কোটায় ফেল করা শিক্ষার্থীরা ভর্তি হয় তাহলে কৃষককের শিক্ষার্থীরা কি অপরাধ করেছে?'
আন্দোলনরত শিক্ষার্থী হোসাইন মোহাম্মদ বুলবুল বলেন, 'শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো নিয়ে শিক্ষার্থীরা বারবার প্রশাসনের কাছে আসছে। প্রশাসন শিক্ষার্থীদের দাবিগুলোর দিকে তেমন গুরুত্ব না দিয়ে কর্মকর্তারা দাবি করেছে ফেল করা শিক্ষার্থীদের ভর্তি নিতে হবে। যা একদমই সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে যায়। যদি ফেল করা শিক্ষার্থীরা ভর্তি হয় আমরা আন্দোলন করবো।'
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, 'বিষয়টি নিয়ে কর্মকর্তাদের সাথে বসবো। আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। আমি শিক্ষার্থীদের দাবিগুলো নোট করে নিয়েছি।'
প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর গুচ্ছ প্রক্রিয়ার অধীনে ভর্তি প্রক্রিয়া অফিসিয়ালি শেষ হয়েছে। নির্দিষ্ট শর্ত পূরণ করে পাশ নম্বর পেয়ে পোষ্য কোটায় ভর্তি হয়েছেন ২০ জন শিক্ষার্থী। ২০ নভেম্বর সোমবার কর্মকর্তা সমিতির পূর্ব আবেদনের প্রেক্ষিতে এ বিষয়ে সিদ্ধান্ত নিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com