বিনিময়....
গ্রামে এক গরীব গোয়ালা ছিল, বিদ্যেতে একটু কমা। বাড়ি বাড়ি থেকে দুধ কিনে এনে বউকে সাথে নিয়ে দই ও মাখন তৈরি করতো, এরপর সেগুলো গঞ্জে নিয়ে বিক্রি করতো। একদিন বউ কিছু মাখন তৈরি করে সেগুলো বিক্রি করতে তাকে গঞ্জে পাঠালো। এক কিলো ওজনের একেকটি চাকতির মতো গোল মাখনের দলা সুন্দর করে সাঁজিয়ে নিয়ে গঞ্জের সবচে বড় ময়রার দোকানে গেলো। এ দোকান থেকেই মাখন বিক্রির পর সংসারের দরকারী চা চিনি তেল ইত্যাদি নিয়মিত কিনে ঘরে ফেরে।
আজ হঠাৎ কি হলো জানিনা, দোকানদার বাবু কর্মচারীকে মাল মেপে নিতে বললো। গোয়ালা খুশী মনে দলা দলা মাখন পাল্লায় তুলে দিল। মাপ দেখে গোয়ালার মুখ শুকিয়ে গেলো, এর জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। মাখনের প্রত্যেকটা দলার ওজন নয়শো গ্রাম। প্রতি কিলোতে ১০০ গ্রাম করে কম!!!
দোকানদার মহা ক্ষ্যাপা!!! এত বড় ফাঁকিবাজি! যাচ্ছেতাই বকাবকি আর খিস্তি শুরু হলো। গোয়ালা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো।
একসময় মালিকের মাথা ঠান্ডা হলে, গোয়ালা কাঁপা কাঁপা গলায় বললো, বাবু আমি মূর্খ মানুষ নেকাপড়া জানিনে, দাঁড়িপাল্লা কেনার মতো অত টাকা পয়সা আমার নেই, আপনার দোকান থেকে প্রত্যেকবার এক কেজি করে যে চিনি কিনে নিয়ে যেতাম, সেটাই দাঁড়ির একপাশের পাল্লার রেখে অন্য পাশে মাখনের চাঁই রেখে এক কেজি মনে করে মেপে আনতাম।"
*** অন্যকে আজ যা দিবেন, একদিন ভিন্নরুপে সেটাই আপনার কাছে ফিরে আসবে, হোক না সেটা ভালবাসা কিংবা ঘৃণা, বিশ্বাস কিংবা প্রতারণা, মর্যাদা কিংবা অবহেলা...
লেখক: Hasan Hafizur Rahman
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com