ছাতকে একই স্থানে পর-পর দু'টি দুর্ঘটনা ঘটেছে। ছাতক পৌরসভার রহমতবাগ এলাকায় ছাতক- সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে। সড়কে একটি ট্রাক দাঁড়ানো অবস্থায় থাকায় ওই ট্রাকের সাথে সিএনজির ধাক্কা লেগে একটি দুর্ঘটনা ঘটেছে। পরবর্তীতে সিএনজি চালিত একটি অটোরিকশা দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা লেগে সিএনজি চালক সহ ৩ যাত্রী গুরুতর আহত হয়। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনায় অটোরিকশা চালক দোয়ারা উপজেলার নৈন গাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র রুসমত আলী (৩০) সহ ৩ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত যাত্রী নোয়ারাই ইউনিয়নের বেতুরা গ্রামের কাওছার আহমদ (২৫) সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। দুর্ঘটনা কবলিত ট্রাক ঢাকা (মেট্রো-ট-১৬-৬৮৫৫) ও অন টেস্ট সিএনজি চালিত অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে। থানার এস আই আসাদুজ্জামান আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে।##
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com