প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ২:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৩, ৫:০৫ পি.এম
রাজারহাটে নৌকার প্রার্থীর পথসভায় মানুষের ঢল
মোঃ সাইফুলৃ ইসলাবম,
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ জাফর আলীর পথসভায় মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার(২৮নভেম্বর) দুপুর ২টায় রাজারহাট উপজেলা সমবায় মার্কেট চত্বরে পথসভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাফর আলী। প্রধান অতিথি তার নির্বাচনী ইস্তেহার পেশ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম আলিয়া মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব নুরবখত, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক রেদওয়ানুল হক দুলাল, আনিছুর রহমান খন্দকার চাঁদ, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কাশেম মোল্লা, সাজেদুর রহমান মন্ডল চাঁদ, উপজেলা যুবলীগ নেতা কুমোদ রঞ্জন সরকার, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, চাকিরপশার ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম, জেলা পরিষদ সদস্য, সাংবাদিক মোঃ এনামুল হক, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক তৌহিদুর রহমান ব্যাপারি, যুগ্ন আহবায়ক জাহানুর আলম সোহেল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায় প্রমূখ। পথসভায় উপজেলার সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশগ্রহন করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com