অভিনেত্রী থেকে নেত্রী হয়েই চমক দেখিয়েছেন টলিউড তারকা নুসরাত জাহান। ব্যক্তি জীবনের নানান বিতর্ক পেছন ফেলে লোকসভা নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন তিনি। বসির হাটের এই সংসদ সদস্যকে নিজ এলাকাতেই তোপের মুখে পড়তে হচ্ছে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে প্রার্থী নিয়ে হাড়োয়া ও বাদুড়িয়ায় পোস্টার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। ২০২৪-এ লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রে বহিরাগত অভিনেতা-অভিনেত্রী চাই না। আমরা চাই কাজের মানুষ, শিক্ষিত, সৎ, স্বচ্ছ ভাবমূর্তির ভূমিপুত্রকে সাংসদ হিসেবে দেখতে চাই। এমন পোস্টার ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টারের নিচে লেখা ছিল তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ।
ভারতীয় গণমাধ্যমের খবর, হাড়োয়ার কুলটি, বাদুড়িয়াসহ বিভিন্ন জায়গায় ছোট ছোট সাদা কাগজে লেখা পোস্টার সাঁটা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সেসব পোস্টারে পরিষ্কারভাবে লেখা রয়েছে আগামী ২০২৪ লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রে কোনো বহিরাগত বা কোনো অভিনেতা-অভিনেত্রীকে প্রার্থী করা চলবে না। এলাকার ভূমিপুত্র তথা কাছের মানুষ ও কাজের মানুষকে লোকসভা নির্বাচনে প্রার্থী করতে হবে। বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দের তরফে এই পোস্টার দেওয়া হয়েছে বলে উল্লেখ। এই ঘটনা নিয়ে ছড়িয়েছে বিতর্ক। আগামী নির্বাচনের আগে এমন পোস্টার বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের অন্দরে গোষ্ঠীকোন্দলের ছবিটাই স্পষ্ট মনে করা হচ্ছে।
এম
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com