প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৩, ৭:০৮ পি.এম
স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক বাৎসরিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
আয়োজক কমিটির কাছ থেকে জানা যায় সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় ৩০০ এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণি হতে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝ থেকে ৩ হাজার এর অধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বেলা ১২:৩০ টা পর্যন্ত মোট পাঁচটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সার্বিক নিরাপত্তার জন্য হলে নিযুক্ত ছিলেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা। এছাড়াও ডিউটিরত শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন বিভিন্ন বিদ্যালয় এর শিক্ষকবৃন্দরা। পুরো কেন্দ্রের আঙিনা জুড়েই ছিল অভিভাবকদের আনাগোনা। সকলের সার্বিক প্রচেষ্টায় পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হয় স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন বৃত্তি প্রকল্প কমিটি। পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্র পরিদর্শন করে স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের বর্তমান পরিচালক আব্দুল্লাহ আল মারুফ।
বৃত্তি পরীক্ষা সহ মেধাবিকাশের লক্ষ্যে সংস্থাটি আয়োজন করে থাকে বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতার। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ,বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং অভাবী ও মেধাবী ছাত্রদেরকে অর্থ দিয়েও সহযোগিতা করে থাকে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। পরবর্তীতে পরীক্ষাটির ফলাফল স্থানীয় পত্রিকার মাধ্যমে ও স্কুল ভিত্তিক প্রকাশ করা হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com