কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে চুরির অভিযোগে স্কুল শিক্ষকের দায়ের করা মামলায় শেখ সালাউদ্দিন অরফে সোনা বাবু অবশেষে পুলিশের খাঁচায় বন্দী। সে উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃতঃ শেখ আব্দুল মান্নানের ছেলে। থানার মামলা সূত্রে জানাগেছে, কালিগঞ্জ উপজেলার রতনপুর তারক নাথ বিদ্যাপীঠ এর শিক্ষক ও রতনপুর ইউনিয়নের কাশিশ্বরপুর গ্রামের মৃতঃ হাবিবুর রহমানের ছেলে বাদী হয়ে গত ২৮ নভেম্বর-২৩ তারিখে শেখ সালাউদ্দিন (৪৫), শেখ আলাউদ্দিন (৪২) ও সাবনুর নাহার ঝুমার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৩/৩১৪। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় মামলার ১ নং আসামী কে আটক করে। শুক্রবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করেছেন থানা পুলিশ। মামলার এজাহার মতে জানাগেছে, গত ১২/১০/২৩ ও ১৩/১০/২৩ তারিখে পূর্ব পরিকল্পিত ভাবে স্কুল শিক্ষক আতিকুরের বাড়ির গেট ও তালা ভেঙ্গে বাড়িতে থাকা নগদ ৩ লক্ষ ৪৯ হাজার টাকা, ১ টি পালসার মটর সাইকেল, ১ টি রিয়েলমি মোবাইল, ১ টি সিঙ্গার মাইক্রোওভেন, ২টি মিক্সড বেলেন্ডার, ১টি ইনডেকশন কুকার, ১ টি প্রেসার কুকার, ৩ টি বিদেশী কম্বল, সোনালী ব্যাংক, ব্যাংক এশিয়ার ও ইসলামী ব্যাংকের চেকবই, বিভিন্ন বীমার চেকবইসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। এঘটনায় অত্র মামলায় তিনজন আসামীর মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। বাকী আসামীদের হুমকীর মুখে পড়েছে বাদী।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com