কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ প্রেসক্লাবে সংখ্যালঘু রবিন্দ্রনাথ সরকারের মৎস্যঘেরে লুটপাট ও নার্সিং পয়েন্ট ভাংচুর করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ ডিসেম্বর) বিকালে কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেণ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা গ্রামের চিত্তরঞ্জন সরকারের ছেলে রবিন্দ্রনাথ সরকার। তিনি বলেন কালিগঞ্জের, বিল কাজলা মৌজার এস, এ ২ নং খতিয়ানের সাবেক নালিশী ১৮৬ দাগে ১৯ একর ৬৫ শতক জমির মধ্যে কানাই লাল এর একজমা থাকে। তিনি ১৯৬৫ সালে ভারতে চলে যাওয়ায় সরকার বাহাদুর অর্পিত সম্পত্তি তালিকা ভুক্ত করেন। বর্ণিত সম্পত্তি খাল শ্রেণী ভুক্ত আছে। এখনও চারটিএলাকার পানি চলাচল করে পাচটি সংযোগ রাস্তা চলমান আছে, ক্রম বিবর্তনে খালের কিছু অংশে ভরাট করে রাস্তা হয়। আমি জনৈক আহবান ও নছিমের দখলী থাকা অবস্থায় ১০ শতক জমি মাত্র তাহাদের নিকট থেকে লিখিত পজেশন খরিদ সম্পত্তির উপরে অনেক টাকা বিনিয়োগে আমি ব্যাবসায়ী ভিত্তিতে বাগদার রেনু পোনা উৎপাদন ও বিক্রয় করিয়া আসিতেছি। উক্ত সম্পত্তিতে আমি। ১২ লক্ষ টাকা বিনিয়োগ করিয়াছি। এক্ষনে ভূমিদসু মোঃ নজরুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, উভয় পিং মৃত বদিউল্যা গাজী,সাং বিলকাজলা, নয়ন, পিতা, নজরুল ইসলাম, সম্রাট, পিং শহিদুল ইসলাম, উভয় সাং- বিলকাজলা, সুমন, পিতা- শহিদুল ইসলাম, সহ তাদের ভাড়াটিয়া ২৫/৩০ জন লাঠিয়াল আমার উক্ত সম্পত্তি উপরন্ত নার্সিংপয়েন্ট ভাংচুর করিয়া যবর দখল করিয়াছে। আমি ও আমর পরিবার বাঁধা দিতে গেলে ভূমিদসু ও সন্ত্রাসীরা আমাদেরকে আক্রমন করিতে উদ্ধত হয় এবং মামলা ও হামলা করে আমাদেরকে জীবননাশ ও দেশ ছাড়া করতে হুমকি প্রদান করে। কোন প্রকার জীবন বাঁচিয়ে আমরা ঘটনাস্থল পরিত্যাগ করি। বর্ণিত নজরুল ইসলাম সরকারি মামলার পরাজয় বরণ করে সব শেষ মহামান্য হাইকোটে রিড পিটিশন করেন যাহা বর্তমানে পেন্ডিং আছে। তাং- ০১/১২/২০২৩ তারিখে রাত্রে ও অদ্য ০২/১২/২০২৩ তারিখে বর্ণিত একতা হ্যাসারীতে থাকা পাকা ঘর, ব্যবসায়িক কাজে ব্যবহৃত আসবাবপত্রসহ সবকিছু তাহারা নিয়ে নিয়াছে। বর্তমানে আমি ও আমার পরিবার বর্গ বিভিন্ন জায়গায় দোড় ঝাপ করে কোন সুরাহ না পেয়ে আমরা সংখ্যালঘু্ পরিবার মানবতার জীবন যাপন করছি। ন্যায় বিচার পাইবার জন্য এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবী করছি। সংবাদ সম্মেলনে কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com