হাফিজুর রহমান শিমুল: সোনালী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাতক্ষীরার কালিগঞ্জ শাখা ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় কালিগঞ্জ উপজেলা পরিষদের মাঠের সামনে সোনালী ব্যাংক ভবনের পাশে ফিতা কেটে এটিএম বুথের উদ্বোধন করেন খুলনার সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, বিশেষ অতিথি ছিলেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাতক্ষীরার সোনালী ব্যাংকের এজিএম মোঃ শাহ আলম, এজি এম প্রফুল্লা কুমার মাখন, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাতক্ষীরা সোনালী ব্যাংক শাখার এজিএম মোঃ মশিউর রহমান,।সোনালী ব্যাংক কালিগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার প্রশান্ত ব্যানার্জীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সোনালী ব্যাংক শাখার প্রিন্সিপাল অফিসার আশুতোষ কুমার দাস, সোনালী ব্যাংক ঢাকা লোকাল অফিসের এজিএম মোহাম্মদ সানোয়ার হোসেন, সাতক্ষীরা শাখার প্রহ্লাদ কুমার, সোনালী ব্যাংক শ্যামনগর শাখার ম্যানেজার এস এম আব্দুল গফুর, ঝাউডাঙ্গা শাখার প্রিন্সিপাল অফিসার এইচএম আহসান ইসলাম প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সোনালী ব্যাংক জনগণের ব্যাংক সোনালী ব্যাংক সরকারি ব্যাংক, বর্তমান সোনালী ব্যাংকের সেবা ও ডিজিটাল সকল সুযোগ সুবিধার জনপ্রিয়তার কারণে দিন দিন গ্রাহক সংখ্যা বৃদ্ধি হচ্ছে। সোনালী ব্যাংক লিমিটেড এর সাতক্ষীরা জেলার মধ্যে ১৭ টি শাখা আছে। এরমধ্যে দুটি শাখায় এটিএম বুথ আছে একটি সাতক্ষীরা সদরে সোনালী ব্যাংক শাখায় এবং অপর এটিএম বুথ কালীগঞ্জ সোনালী ব্যাংক শাখায় এই নতুন এটিএম বুথ উদ্বোধন করা হলো । উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক সাংবাদিক সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। সোনালী ব্যাংকের এই শাখার এটিএম বুথ ২৪ ঘন্টা খোলা থাকবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com