হাফিজুর রহমান শিমুলঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে কালিগঞ্জ উপজেলায় অবরোধ ও নাশকতা প্রতিরোধ এবং নির্বাচনী আচারণ বিধি জন সচেতনতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। কোর্ট কার্যক্রম পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালিগঞ্জ উপজেলার চৌকস সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী। এসময়ে তিনি আচরণ বিধি লঙ্ঘন বা অবরোধ ও নাশকতা পরিস্থিতির অবনতি হলে তারা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। এরই পরিপ্রেক্ষিতে ৪ ডিসেম্বর (সোমবার) বেলা ১১ টা থেকে নির্বাচনী আচরন বিধিমালা প্রতিপালনে উপজেলার ফুলতলা মোড়, নলতা হাটখোলা মোড়, নাজিমগঞ্জ বাজার মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময়ে থানা পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। এমনি ভাবে মোবাইল কোর্ট চলমান থাকবে বলে জানালেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আজাহার আলী। এসময় তিনি নির্বাচনী বিধিমালা মেনে সকল রাজনৈতিক দলগুলোকে চলার জন্য নির্দেশনা প্রদান করে বলেন, কোন রাজনৈতিক দল যাতে অবরোধ ও নাশকতা করতে না পারে সেজন্য আমরা সর্বদা সজাগ আছি এবং পুলিশ বিজিবির সহযোগীতায় আমাদের এই কার্যক্রম নিয়মিত চলমান থাকবে। তিনি আরোও বলেন, ‘জাতীয় নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী, আমরা উপজেলায় সকলকে নির্দেশনা দিয়েছি। আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে কালিগঞ্জ উপজেলা এলাকায় ভোট অনুষ্ঠিত হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com