চুয়াডাঙ্গার লোকনাথপুরে অভিযান চালিয়ে দেড় কোটি টাকার স্বর্ণের গহনাসহ এক পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।
বুধবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনার পরানপুর-লোকনাথপুর সড়কে অভিযান চালিয়ে এই স্বর্ণের গহনা জব্দ করে ডিবি।
চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাজিম উদ্দিন আল আজাদ বলেন, এদিন সকালে গোপন সংবাদ আসে দর্শনা-লোকনাথপুর বাইপাস সড়ক দিয়ে স্বর্ণ অথবা মাদকের একটা বড় চালান পাচার হয়ে ভারত থেকে বাংলাদেশের চুয়াডাঙ্গায় যাবে। এ সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে ডিবির একটি আভিযানিক দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। বেলা সাড়ে ১১টার দিকে একজন মোটরসাইকেল আরোহী সীমান্ত শহর দর্শনা থেকে পরানপুর-লোকনাথপুর সড়ক হয়ে চুয়াডাঙ্গার দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে লুকিয়ে থাকা ডিবির আভিযানিক দল তাকে আটক করতে সক্ষম হয়। এরপর আশপাশে অবস্থানরত লোকজন ও গণমাধ্যমকর্মীদের সামনে আটক উপজেলার লোকনাথপুর বাসস্ট্যান্ড পাড়ার দাউদ আলীর ছেলে আবু সাঈদ (৪২) এর দেহ তল্লাশি করে তার পরিহিত জ্যাকেটের পকেট থেকে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬ প্যাকেট স্বর্ণের গহনা উদ্ধার করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com