আবু সাঈদঃ জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের নয়াপাড়া একটি গ্রাম একসময় খুবই জাঁকজমকপূর্ণ ছিলো।কিন্তু দুঃখের বিষয় হঠাৎ বিলিন হয়ে যায় যমুনার গর্ভে।
২০০১ সাল। হাজারো মানুষকে নিঃস্হ করে, আনন্দ উল্লাসের গ্রামটি যমুনা নদীগর্ভে বিলিন হয়ে যায়।
নয়াপাড়া গ্রামটি আবার ২০২০ সালে নতুনরূপে জেগে উঠে, ২০২৩ সাল থেকে এখানে হাজারো মানুষ নতুনরূপে বসবাস শুরু করেছে।
সাবধরী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ৫ বারের সফল মেম্বার (শহিদুর রহমান শহীদ) জানান,আমি যখন প্রথম নির্বাচিত হয়, ঠিক কয়েক বছর পরেই নদী ভাঙ্গতে শুরু করে।ভীটাবাড়ি হারিয়ে আমার এলাকার মানুষ খুব কষ্টে জীবনজাপন করেছে এ যাবৎ।
তিনি আরো বলেন, এখন আমার এলাকার বাসিন্দারা ফসল ফলাইয়ে সশ্চল জীবনজাপন করছে। তাদের কোনো অভাব নেই।
স্থানীয় কৃষক (সমস উদ্দিন) মানুষের কল্যাণে প্রতিদিনকে বলেন, আমি নদী ভাঙ্গনের পর ঢাকায় রিকশা চালাতাম কিন্তু এখন আমার এলাকাকে ফিরে পেয়েছি। জমি চাষ করে ভালোভাবে আমার সংসার চলছে। আমি এইবার ৮ বিঘা ভুট্টা ২ বিঘা মরিচ চাষ করেছি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com