খুব মনঃযোগ দিয়ে একজন
আমার হাতটা দেখছে, উল্টেপাল্টে
ডান হাতের তালুরেখা বরাবর
ছোট্ট একটা বৃত্ত খুঁজে ফিরছে,
ছোটবড়, সোজা কিংবা ধনুকের মতো বাঁকা
চেনা অচেনা রেখাগুলো গুণে গুণে
মাপজোক চলছে অতসী কাঁচে।
গম্ভীর মুখটার কাছে জানতে চাইলাম,
সত্যিই কি পড়তে পারো তালুরেখা,
আমার হাতে?
সে মাথা নোয়ালো।
ওর কাছে জানতে চাইলাম,
"তাহলে আমার ভবিষ্যৎ কি?"
নীরবতার কাছে উত্তর খুঁজতে,
চোখ রাখলাম ও চোখে
মন হলো, হাজারও জোনাকী উড়ছে
সে চোখে, আলো ছড়িয়েছে দৃষ্টিময়
এক চিলতে মিষ্টি হাসি ছুয়ে যাচ্ছে
ঠোঁটের এপ্রান্ত থেকে ওপ্রান্তে।
এখন আর,
হাতটা ফেরাতে পারছি না
বোধকরি, এ হাতটা বাধা পড়েছে
এক গুনিনের হাতে।
কলমেঃ Hasan Hafizur Rahman
নিষুতি
২৭ অগ্রহায়ণ ১৪৩০
রাজশাহী।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com