হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে জাতীয় ভিটামিন এ’প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে নলতা হাসপাতালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবল কবীরের সভাপতিত্বে ক্যাম্পেইন ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আলহজ্ব আ. ফ.ম. রুহুল হক। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সিনিঃ সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। বক্তব্য রাখেন হাসপাতালের এমওডিসি ডাঃ সাইরিস মেহের, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ই.পি.আই) টেকনোলজি'র শেখ মশিউর রহমান, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহান, স্বাস্থ্য পরিদর্শক প্রশান্ত সরকার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন আ'লীগের সভাপতি আনিসুর জামান খোকন, সহ সভাপতি তারিকুল ইসলাম,সাংবাদিকবৃন্দ সহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বক্তারা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে জাতীয় ভিটামিন- এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগীতা করতে আহবান জানানো হয়। ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের জন্য বিশেষ কার্যকরী ঔষধ। রাতকানা ও অপুষ্টি রোধে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল প্রতিষেধক। আসুন আমরা সবাই মিলে আমাদের প্রজন্মকে সুস্থ্য রাখি, নিজ দায়িত্বে শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর চেষ্টায় কাজ করি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com