হাফিজুর রহমান শিমুলঃ যথাযোগ্য মর্যাদায় ‘কালিগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস-২৩। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার(১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপবধনির মাধ্যমে দিবসের শুভ সুচনা, সূর্যোদয়ের সাথে সাথে সরকারী বে- সরকারী ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় কালিগঞ্জের সোহরাওয়ার্দী পার্কে বিজয় স্তম্ভে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। কালিগঞ্জ উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদীসহ পরিষদবর্গ, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিনসহ থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক ডেপুটি কমান্ডার জি. এম আব্দুল হাকিমসহ মুক্তিযোদ্ধাবৃন্দ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুসহ সাংবাদিকবৃন্দ, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেনসহ সাংবাদিকবৃন্দ, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল সহ সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সেক্রেটারী গোলাম ফারুকসহ কমান্ডের সন্তানবৃন্দ। এ ছাড়াও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সুশীলন, বন্ধু কল্যাণ সমিতি, ক্রীড়া সংস্থা, উপজেলা শিল্পকলা একাডেমী, উপজেলা লেডিস ক্লাব, কালিগঞ্জ সরকারী কলেজ, রোকেয়া মনসুর মহিলা কলেজ, কাঠুনিয়া রাজবাড়ি কলেজ, কালিগঞ্জ পাইলট সরকারী হাইস্কুল, কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়, হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসা, কুশলিয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা সহ কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় পাটি অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে। পরে কালিগঞ্জ মহৎপুর সরকারী গোরস্থানে শহীদ মুক্তিযোদ্ধা ইউনুস আলীর মাজার জিয়ারাত করা হয়। সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, পরে বিভিন্ন স্কুলের স্কাউট দল, গালর্স গাইট কাব দলের ছাত্র- ছাত্রীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, এবং সকাল সাড়ে ১০ টায় উপজেলা মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকমুার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সন্মানিত অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনা কে আবারও ক্ষমতায় আনতে হবে। দেশ দ্রোহী, স্বাধীনতার শত্রু জামায়াত শিবির ও বিএনপিকে বর্জন করতে হবে। গণতন্ত্রের প্রতীক, শান্তির প্রতীক বঙ্গবন্ধু‘র নৌকা প্রতিকে ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা বাহিকতা বজায় রাখতে হবে। বিজয় দিবসে বাংলার মানুষ আরেকটি বিজয় দেখবে ৭ই জানুয়ারি। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলার সাবেক চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এস এম গোলাম ফারুক প্রমুখ। দুপুর ২ টায় মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে দোয়া অনুষ্ঠান ও প্রীতি ভোজের আয়োজন করা হয়। বিকাল ৪ টায় উপজেলা পরিষদের মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইকবাল আলম বাবলু, পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, শিক্ষিকা কনিকা সরকার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com