প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ২:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৩, ৬:৩২ পি.এম
ইবিতে ফটোগ্রাফি এসোসিয়েশনের ‘দৃশ্যমুক্তি’ প্রদর্শনী।
ইবি প্রতিনিধি।।
মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) 'দৃশ্যমুক্তি' শীর্ষক ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়। শনিবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বটতলায় সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি এসোসিয়েশন।
প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের সময়কালের দুইজন ফটোগ্রাফারের তোলা বিভিন্ন ছবি, বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের লাল-সবুজ রংয়ের বিভিন্ন ছবি এবং ঋতু বৈচিত্র্যের পরিবর্তনের ফলে বিশ্ববিদ্যালয়ের প্রকৃতির চেহারার পরিবর্তনের দৃশ্যের ছবিগুলোকে চারটি আলাদা দেওয়ালে স্থান দেওয়া হয়।
জানা যায়, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ঋতু বৈচিত্র্য সম্পর্কে ধারণা দিতে এ ব্যতিক্রম আয়েজন করে সংগঠনটি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুম শাহরিয়ার বলেন, ফটোগ্রাফি এসোসিয়েশনের ব্যতিক্রমধর্মী এ আয়োজন সত্যি প্রশাংসার দাবিদার। তারার প্রদশর্নীর মাধ্যমে যে দৃশ্য তুলে ধরেছেন তার মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই মুক্তিযুদ্ধ ও ঋতুবৈচিত্র্য সম্পর্কে ধারণা পাবে
সংগঠনটির সভাপতি শাফায়েত মোস্তফা বলেন, আমারা প্রদর্শনীতে দুইজন ফটোগ্রাফার মুক্তিযুদ্ধের সময়কালের তোলা ছবি। ক্যাম্পাসের ঋতু বৈচিত্র্য পরিবর্তনের সাথে ক্যাম্পাসের সৌন্দর্য এবং বিজয় দিআস উপলক্ষে ক্যাম্পাসের লাল-সবুজের ছবি প্রদশর্নের মাধ্যমে দৃশ্যমুক্তির আয়োজন করেছি। আমদের মূল উদ্দেশ্য ছিল ক্যাম্পাসের সৌন্দর্য তুলে ধরা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com