প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৮:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৩, ৩:৪১ পি.এম
গুলিস্তানে মালঞ্চ বাসে আগুন
মারুফ সরকার,স্টাফ রির্পোটার: রাজধানীর গুলিস্তানে ‘মালঞ্চ’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে গুলিস্তানে জিপিওর সামনে এ অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ার হোসাইন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘দুপুর ১টার দিকে মালঞ্চ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।’
এর আগে, মঙ্গলবার ভোর ৫টায় রাজধানীর তেজগাঁও স্টেশনে নেত্রকোনা থেকে ছেড়ে আসা ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে এক শিশুসহ চার যাত্রী নিহত হন। তাদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন– নাদিয়া আক্তার পপি (৩৫) ও তার সন্তান ইয়াসিন (৩)। বাকি দুজন পুরুষ, তাদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নির্বাপণ করে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com