সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা-যশোর সড়কের ঝাউডাঙ্গায় বাস মালিক সমিতির লাল বাহিনী নামক মহাসড়ক পাহাদারদের ধাওয়ায় দুর্ঘটনায় পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর সাতক্ষীরা মহাসড়কের ওয়ারিয়া নামক স্থানে দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষে নিহত ভ্যানচালক সাতক্ষীরা সদরের তুজুলপুর গ্রামের নিয়ামত গাজীর ছেলে আব্দুর রউফ(৬০) মারাত্মকভাবে আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত এসপি) সজিব খান জানান, মালিক সমিতির লাল বাহিনীর সদস্য ও ওয়ারিয়া গ্রামের আকবরের ছেলে জাহাঙ্গীর হোসেন এবং পাথরঘাটা গ্রামের আহাদ আলীর ছেলে শাহজাহান ইজিবাইক তাড়া করলে ইজিবাইক চালক রউফ দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইক চালক আব্দুর রউফ ঘটনাস্থলে নিহত হয়। এরপর সেখানে উত্তপ্ত পরিস্তিতি সৃষ্টি হলে সেখানে পুলিশ যায়। বর্তমানে সেখানে যান চলাচল স্বাভাবিক আছে।
রউফের পরিবারের পক্ষে বিউটি খাতুন বলেন, লাল বাহিনীর ধাওয়ায় দুর্ঘটনায় পতিত হয়ে ইজিবাইক চালক রউফ নিহত হয়েছেন। এঘটনার যথাযথ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com