Mkprotidin.com ফিনল্যান্ড, ২২ ডিসেম্বর, ২০২৩: বাংলাদেশী বংশোদ্ভূত ড. মজিবুর দফতরি ফিনল্যান্ডের গ্রিন পার্টির সমতা বিধান ও বৈষম্য বিরোধী বিশেষজ্ঞ কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। গ্রিন পার্টির নির্বাহী কমিটি সম্প্রতি ১২ সদস্য বিশিষ্ট এ ওয়ার্কিং কমিটি অনুমোদন করে। এ কমিটির দায়িত্ব হচ্ছে পার্টির নীতিতে জেন্ডার, সমতা ও মানবাধিকার বিষয় মূল্যায়ন করা ও এসব বিষয়ের উন্নয়নে কাজ করা ।
ড. দফতরি বর্তমানে ফিনল্যান্ডের গ্রিন পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি পার্টি কাউন্সিল (পুওলুয়ে ভালতুস্তর) ডেপুটি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যন্য দায়িত্বের মধ্যে তিনি গ্রিন পার্টির পার্টির ইমিগ্রেশন পলিসি ওয়ার্কিং গ্রুপের সদস্য, পার্টির রাজধানী হেলসিংকি কমিটির সহ-সভাপতি, হেলসিংকি সিটি কাউন্সিলের সমতা বিষয়ক কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন ।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স এবং ২০০৪ সালে ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল এন্ড পাবলিক পলিসি বিষয়ে পিএইচডি অর্জন করেছেন। তিনি একজন লেখক এবং শিক্ষা, পেশাগত উন্নয়ন ও মানবাধিকারের উপর একজন আন্তর্জাতিকমানের বিশেষজ্ঞ।
পেশাগত উন্নয়নের উপর তার ইংরেজি বই যুক্তরাজ্যের অক্সফোর্ডের পাওয়ারহাউজ পাবলিকেশন্স থেকে প্রকাশের পর তার বাংলা সংস্করণ বিশাল সাফল্যঃ কিভাবে আপনার স্বপ্নের জীবন গড়ে তুলবেন বইটি বাংলাদেশের সময় প্রকাশন থেকে ২০২০ সালে প্রকাশিত হয়েছে ।
পেশাগত জীবনে ড.. মজিবুর দফতরি ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয়, তাম্পেরে বিশ্ববিদ্যালয় এবং ডেনমার্কের রস্কিলডে বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও শিক্ষকতা করেছেন ।
২০১৮ সালে তিনি লন্ডন ভিত্তিক লেখক ও সাংবাদিকদের মতামত প্রকাশের স্বাধীনতা রক্ষার আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনালের বিশেষ আমন্ত্রিত গবেষক হিসেবে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকার উপর কাজ করেছেন । তিনি পেন ফিনল্যান্ডের ট্রাস্টি এবং সংগঠনটির রাইটার্স এট রিস্ক ও রাইটার্স ফর পিস কমিটির চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন । তিনি নরওয়ে, ইউক্রেন এবং ভারতে অনুষ্ঠিত পেন ইন্টারন্যাশনালের বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সে পেন ফিনল্যান্ডের প্রতিনিধিত্ব করেন । হিউম্যানিসট এসোসিয়েসন অফ ফিনল্যান্ডের ট্রাস্টি ড. দফতরি লন্ডন ভিত্তিক টিভি চ্যানেল ব্রিটিশ বাংলা নিউজ টিভি এবং নিউ সান নিউজ মিডিয়ার একজন জনপ্রিয় টক শো হোসট । এছাড়াও তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের একজন অনারারি প্রশিক্ষক।
গ্রিন পার্টির সমতা বিধান ও বৈষম্য বিরোধী বিশেষজ্ঞ কমিটির সদস্য পদে নির্বাচিত হওয়া প্রসঙ্গে ডঃ মজিবুর দফতরি বলেনঃ “আমি অত্যন্ত আনন্দিত যে আমার দল ইমিগ্রেনট বান্ধব গ্রিন পার্টি আমাকে তাদের নীতি নির্ধারণ পর্যায়ে নেতৃত্বের সুযোগ দিয়েছে । আমি ফিনল্যান্ডের সমাজে ও রাষ্ট্রে বাংলাদেশী ইমিগ্রেনটসহ সকল ইমিগ্রেনটদের সমান সুযোগ, তাদের বিভিন্ন সমস্যার সমাধান এবং ধর্মীয়, সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন দাবী আদায়ে ভূমিকা পালন করবো । এজন্য আমি দলমত নির্বিশেষে ফিনল্যান্ড প্রবাসী সকল বাংলাদেশী ভাইবোনদের একান্ত সহযোগিতা কামনা করছি ।“
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com