সাভার ( ঢাকা) প্রতিনিধিঃ
সাভারের নবীনগর ও ইউনিক এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৭ কর্মীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। ঢাকার সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের মামলায় চার বিএনপি কর্মী এবং নাশকতা ও বিস্ফোরণের অপর এক মামলায় জামায়াতের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে ঢাকার আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
গ্রেপ্তাররা হলো- মোহাম্মদ আলী ঝন্টু (৪৩), মো. মজিবুর রহমান (৫৫), মো. বাবুল (৪০) এবং রবিউল ইসলাম (২৮)। পুলিশের দাবি, তারা বিএনপির কর্মী।
এছাড়াও নাশকতা ও বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে- শামসুল আলম (৩৫), ওমর ফারুক (৪৫), এবং মাহাবুবুর রহমান (৩৮)। পুলিশের দাবি, তারা জামায়াত কর্মী।
আশুলিয়া থানার এসআই নোমান ছিদ্দিক বলেন, গত ২১ নভেম্বর রাতে বাড়ইপাড়া এলাকায় সাভার পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির ৪ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com