হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর নৌবন্দরের ভিত্তি প্রস্তর স্থাপন করায় মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে কালিগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমী, উপজেলা নাট্য সংস্থা, সুশীলন ও পিএফজি গ্রুপের আয়োজনে সোমবার(২৫ ডিসেম্বর) দিনব্যাপী আনন্দ উৎসব সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা, বনভোজন, নাটক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। উৎসব ও বনভোজন উদযাপন কমিটির প্রধান বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও উৎসব কমিটির সদস্য সচিব সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু'র সঞ্চালনায় সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দীপালী রানী ঘোষ, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল , সুশীলন এর উপ পরিচালক সু সংগঠক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, ভারতীয় বিশিষ্ট কবি ও শিল্পী অরবিন্দু ঘোষ, সঙ্গীতশিল্পী পার্থপ্রতিম দাশ, কবি মুঞ্জুর লুৎফর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, বড় সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, পি এফ জি গ্রুপের এম্বাসেডর ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কলকাতার দশরূপক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি কবি ও বাচীক শিল্পী অরবিন্দ ঘোষ ও পার্থপ্রতিম দাশ, কালিগঞ্জ শিল্পকলা একাডেমীর শিল্পী সুতপা মন্ডল কণিকা সরকার, জাহাঙ্গীর আলম, ওয়ারিন, জুই, তৃপ্তি, রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, আরিজুল ইসলাম, আমিনুর রহমান প্রমূখ। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে গাজী আজিজুর রহমানের নাট্য পরিচালনায় ও কালিগঞ্জ নাট্য সংস্থার পরিবেশনায় নাটক স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় মঞ্চস্থ হয়। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোলাম আইয়ুব জুলু, জিএম আবু আব্দুল্লাহ, সৈয়দ মমিনুর রহমান, শান্তি চক্রবর্তী, সুব্রত, বাবলুর রহমান, এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, স্বপন ঘোষ, মনোয়ারা পারভিন, সাফিয়া পারভিন শিখা, ও সুকুমার দাশ বাচ্চু। আপ্যায়ন রাফেল ড্র সহ অনুষ্ঠানে নাট্য শিল্পী সাংস্কৃতিক শিল্পী এবং অতিথি দের মাঝে পুরস্কার প্রদান করা হয়। দিনব্যাপী আনন্দ উৎসব নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন অধ্যাপক মুকুন্দ মন্ডল, ওহিদুর রহমান ছোট, নয়ন দাস, ইলা দেবী মল্লিক, সাহিত্য ভঞ্জ চৌধুরী, নৃত্য পরিবেশন করে নিশিতা ঘোষ। বনভোজন অনুষ্ঠানের রান্নায় ছিলেন জোবেদ বাবুর্চি। অনুষ্ঠানের শান্তির লক্ষ্যে সহিংসতা প্রতিরোধে অঙ্গীকার বদ্ধ হয়ে স্বাক্ষর করা হয়। সমগ্র অনুষ্ঠানের সহযোগিতা ও উপস্থাপনায় ছিলেন মোস্তফা আখতারুজ্জামান, এ্যাডঃ জাফরউল্লাহ ইব্রাহিম, আশিক মেহেদী, এস এম আহমাদুল্লাহ বাচ্চু, এম হাফিজুর রহমান শিমুল ও সুকুমার দাশ বাচ্চু। অনুষ্ঠানে কবি ,সাহিত্যিক, সাংবাদিক, সংগীত শিল্পী, নাট্য শিল্পী, শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, পি এফ জি গ্রুপের এম্বাস্যাডার ও গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে বসন্তপুর নৌবন্দর এলাকায় রিভার ড্রাইভ পার্কে নাটক সংস্কৃতি অনুষ্ঠান ও বনভোজন উপলক্ষে অনুষ্ঠান মুখরিত হয়েছিল।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com