বছর নাকি বদলেছে, দেয়াল থেকে
সবাই পুরোন পঞ্জিকা নামিয়ে ফেলছে,
নতুন বছরের নতুন তারিখে মানুষ
অভিনন্দন আর শুভেচ্ছা নিয়ে ব্যন্ত,
আর একজন এখনো পড়ে অাছে
পুরনো চ্যাট বক্সে, কোনও মেসেজ
এলো কি, সে অপেক্ষায়, কিংবা
সেই পুরোনগুলোই বারবার পড়ে।
বছর পেরোনোরও চব্বিশ ঘন্টা পেরিয়েছে অথচ সে মানুষটা প্রথম দেখার তারিখেই
রয়ে গেছে, ক্যালেন্ডারের পাতা বদলায়নি ওর।
সবাই নতুন বছরে নতুন প্ল্যান ভাবতে ব্যস্ত,
আর সেই মানুষটা একজনের ভাবনাতেই নিমজ্জিত।
পুরো দুনিয়ায় নববর্ষ উদযাপনে ডুবে সবাই,
আর সেই মানুষটা
এখনও একজনের ছবিতে নিমগ্ন থেকেই খুশী।
নতুন বছরে সবাই যখন নতুন কিছু খুঁজি
সেই মানুষটা একজনে পূর্ণতা পেয়েই বিজি।
বাড়ছে বন্ধু, বাড়ছে হিসেব, ভরছে ঋণের খাতা,
আর সেই মানুষটা এখনও খুলে আছে
সেই ধুলোজমা খেরোখাতা।
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।
০১.০১.২০২৪
নিশী সমাগত
রাজশাহী
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com