দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার (০৭ জানুয়ারি) নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে শুক্র ও শনিবার থাকায় একসঙ্গে তিন দিনের ছুটি পাওয়া যায়। তিন দিনের এ ছুটি পেয়ে কর্মস্থল ছেড়েছেন অনেকেই। নির্বাচনে ভোট দিতে নিজ এলাকায় যান অনেকেই। ভোটের পাশাপাশি অনেকের মধ্যে ছুটির আমেজ বিরাজ করছে। এর ফলে ঢাকায় যানবাহনের চাপ কমেছে অনেকটা। যানবাহন চলাচলে বিধিনিষেধের কারণেও অনেকে বাসা থেকে বের হচ্ছেন না।
বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে এ ছুটির ঘোষণা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ জানুয়ারি সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
শুক্রবার সারাদিন এবং শনিবার সকালে রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, যান চলাচল অনেক কম। গণপরিবহণে যাত্রী কম থাকায় অল্প সংখ্যক গাড়ি বের করেছে ট্রান্সপোর্ট কোম্পানীগুলো। চিরচেনা যানজটের রাজধানী এখন অনেকটাই ফাঁকা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com