হাফিজুর রহমান শিমুলঃ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মতে আগামী ৭ই জানুয়ারী রবিবার দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়ন পৃথক দুটি সংসদীয় আসনে বিভক্ত। চাম্পাফুল, তারালী, ভাড়াশিমলা ও নলতা এই ৪টি ইউনিয়ন সাতক্ষীরা ৩ আসনে পড়েছে। এ আসনে ২৮ টি ভোট কেন্দ্রে মোট ১৮৭ টি কক্ষে ভোট গ্রহন হবে। এখানে ৮৬ হাজার ১৩৪ ভোটার, এরমধ্যে ৪৩ হাজার ৪৫১ জন পুরুষ ও ৪২ হাজার ৬৮২ জন মহিলা। অপরদিকে কৃষ্ণনগর, বিষ্ণুপুর, দক্ষিণ শ্রীপুর, কুশুলিয়া, মথুরেশপুর, ধলবাড়িয়া, রতনপুর ও মৌতলা এই ৮টি ইউনিয়ন সাতক্ষীরা ৪ আসনে পড়েছে। এ আসনে ৫১ টি ভোট কেন্দে ৩৩৭ টি কক্ষে ভোট গ্রহন হবে। ৮ টি ইউনিয়নে মোট ১ লক্ষ ৫৭ হাজার ৮৩৫ জন ভোটারের মধ্যে ৭৯ হাজার ৮৩৫ জন পুরুষ ও ৭৮ হাজার ৬৮ জন মহিলা ভোটার। এরই মধ্যে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দীপংকর দাশ এ প্রতিনিধিকে জানান, পৃথক দুটি সংসদীয় আসনে মোট ৭৯ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভোট গ্রহনে ১৬'শ ৫২ জন কর্মকর্তার ট্রেনিং সমাপ্ত হয়েছে। তাদের কেন্দ্রের দায়িত্ব প্রদানের চিঠিও পৌছে দেওয়া হয়েছে, তারাও দায়িত্ব বুঝে নিয়েছেন। এ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট উৎসব হচ্ছে। কোথায়ও অপ্রীতিকর ঘটনা এখনও ঘটেনি, আশাকরি ঘটবেওনা। ভোটার সাধারণ যাহাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান ও ভালো ভাবে নিজগৃহে পৌছাতে পারে সে ব্যাপারে কালিগঞ্জ উপজেলা প্রশাসন, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, থানা পুলিশ, বিজিবি ও র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা স্বচেষ্ট আছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com