হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এসএম আতাউল হক দোলন এর নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। শনিবার (০৬ জানুয়ারী) রাত আনুঃ ২ টার দিকে দুর্বৃত্তরা অগ্নিকান্ডের ঘটনাটি ঘটিয়ে বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবিসহ নৌকা প্রতীকের সাইনবোর্ড, পোষ্টার ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। সকালে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ হুমায়ন কবির, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মতিয়ার রহমান সিদ্দিক। কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ ও থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনসহ গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। এসময়ে জেলা রিটার্নিং কর্মকর্তা অগ্নিকান্ডের ঘটনাটি যথাযথ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া বলে জানান। সাত জানুয়ারী ভোট হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে। নির্বাচন বিঘ্ন সৃষ্টি করার পায়তারা করলে তাকে বরদাস্ত করা হবেনা। পরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ নির্বাচনী কার্যালয় পরিদর্শন করেছেন নৌকার প্রার্থী এসএম আতাউল হক দোলন, জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান শফিউল আযম লেলিন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহম্মেদ স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক শেখ নাজমুল ইসলাম, শ্যামনগর উপজেলা আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী আনিছুর জামান আনিছসহ নিজ দলীয় নেতাকর্মীরা। এসময়ে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল ও তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছুসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে ঘর মালিক গিয়াস উদ্দিন এ প্রতিনিধিকে জানান, আমার ছেলেরা সকলেই নৌকার একনিষ্ট কর্মী হওয়ায় প্রতিপক্ষরা পূর্ব পরিকল্পিত ভাবে নৌকার অফিসে অগ্নি সংযোগ করে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে। তবে অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকানঘরটি নির্বাচনী অফিস ছিলো? নাকী পূর্ব পরিকল্পিত এসব বিষয় নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। পুলিশি তদন্তে বেরিয়ে আসতে পারে সঠিক তথ্য।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com