অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনকে ঘিরে তারকাঙ্গনেও রয়েছে বাড়তি উচ্ছ্বাস।
বিনোদন অঙ্গন থেকে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, নায়িকা মাহিয়া মাহি, গায়িকা ডলি সায়ন্তনী ও কমেডিয়ান কমর উদ্দিন আরমান। এ ছাড়াও আছেন আসাদুজ্জামান নূর ও মমতাজ বেগম।
এই নির্বাচনে শোবিজ থেকে অংশগ্রহণ করা প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারণায় দেখা গেছে অন্যান্য তারকাকেও। যেমন ঢাকা ১০ আসনে আওয়ামী প্রার্থী ফেরদৌসের সমর্থনে ছিলেন মিশা সওদাগর ও অপু বিশ্বাসসহ শোবিজের অনেকে।
অন্যদিকে ভোটাধিকার প্রয়োগ করতে তারকাদের অনেকেই চলে যাচ্ছেন নিজ নিজ এলাকায়। অভিনেত্রী বিদ্যা সিনহা মিম তো সেই দুবাই থেকে দেশে ফিরেছেন ভোট দেওয়ার জন্য।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com