অবশেষে নতুন প্রধান কোচ পেল ব্রাজিল জাতীয় ফুটবল দল। প্রায় ১৩ মাস অর্ন্তবর্তীকালীন কোচ দিয়ে চলার পর সাও পাওলোর দরিভাল জুনিয়রকে নিয়োগ দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ফার্নান্দো দিনিজের স্থলাভিষিক্ত হয়েছেন ৬১ বছর বয়সী ব্রাজিলিয়ান। এমনটায় নিশ্চিত করেন ফুটবল দলবদলের সবচেয়ে নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমারো।
রোববার (৭ জানুয়ারি) দিবাগত রাতে নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে দরিভাল ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন ইতালিয়ান সাংবাদিক রোমানো। এ ছাড়া দেশটির শীর্ষ গণমাধ্যম ও’গ্লোবো জানিয়েছিল দুই একদিনের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিবে সিবিএফ।
গত শুক্রবার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান ব্রাজিল ফুটবল প্রধান এডনালদো রদ্রিগেজ। পরের দিন অন্তবর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজকে ছাঁটাই করেন তিনি। সেদিনই বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি জানিয়েছিল, সেলেসাওদের স্থায়ী কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন সাও পাওলোর ম্যানেজার দরিভাল জুনিয়র।
আজ দেশটির শীর্ষ গণমাধ্যম ‘ও গ্লোবো’ও জানায় দরিভাল জুনিয়রই ব্রাজিলের দায়িত্ব পাচ্ছেন। সিবিএফ সভাপতি নিজেই সাও পাওলো কোচের সঙ্গে আলোচনা করেন। এমনকি আগামী বুধবারের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণায় দরিভালের নিয়োগের কথা জানাবে সিবিএফ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com