জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্যই জাতীয় পার্টি শপথগ্রহণ করে সংসদে যাবে। তিনি আরও বলেন যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করেছি তাই শপথ না নিয়ে পিছু হটবেন না তারা। মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রংপুরের সেনপাড়ায় নিজ বাসভবনে তিনি এই ইচ্ছা প্রকাশ করেন।
রংপুর বিভাগের জাতীয় পার্টির দ্বাদশ সংসদ নির্বাচনের সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে বৈঠকের পর জি এম কাদের বলেন, ‘যেহেতু আমরা নির্বাচনে অংশ নিয়েছি, তাই এই মুহূর্তে আমরা শপথ নিতে পিছপা হবো না। আমরা সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলব এবং তাদের প্রত্যাশা পূরণে কাজ করব।’
জি এম কাদের আরও বলেন, ‘যেখানে সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়েছিল, সেখানে তারা সফল হয়েছে। তবে যেসব জায়গায় তারা জনগণের মন জয় করতে চেয়েছিল, সেখানে তারা বলপ্রয়োগ করেছে এবং আমাদের জনগণকে পরাজিত করেছে।’
হঠাৎ এই বৈঠকের কারণ সম্পর্কে জাপা চেয়ারম্যান বলেন, রংপুর বিভাগের মধ্যে জাতীয় পার্টির অনেক প্রার্থী নির্বাচনের ফলাফলের কারণে হতাশ হয়েছিলেন। এই কারণে তিনি সবার সঙ্গে বসে তাদের উদ্বেগ শুনেছেন এবং লিখিত বক্তব্য সংগ্রহ করেছেন। এই তথ্যগুলো ভবিষ্যতে অনুসরণের জন্য ব্যবহার করা হবে বলেও জানান তিনি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com