দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই অধিনায়ক মাশরাফী বিন মুর্তজা (সাবেক) ও সাকিব আল হাসান। নড়াইল এক্সপ্রেসখ্যাত মাশরাফী এবার নিয়ে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে প্রথমবার বিজয়ী হয়েছেন টাইগারদের বর্তমান দলপতি সাকিব। সংসদ সদস্য হওয়ায় তাদের দুজনকেই সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সাংবাদিকদের কাছে সংবর্ধনার বিষয়টি নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
বিসিবির এই কর্মকর্তা জানান, মাশরাফী ও সাকিবকে আমরা স্বাগত জানাই। বিসিবির আসন্ন বোর্ড মিটিংয়ে দুজনকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। তবে কখন বা কীভাবে সংবর্ধনা জানানো হবে তা আমরা এখনো নির্দিষ্ট করতে পারিনি।
মাশরাফীকে নিয়ে জালাল ইউনুস বলেন, ‘মাশরাফী ইতোমধ্যে পাঁচ বছর সময় পার করেছে। আবারও সে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। তার মধ্যে আগে থেকেই নেতৃত্বগুণ ছিল। পাঁচ বছরে সে দারুণ কাজ করেছে। আমাদের কাছে খুবই আনন্দের যে, জাতীয় সংসদে ক্রিকেটের একজন প্রতিনিধি সফলভাবে কাজ করছে।’
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com