নতুন বছরের শুরুতে নতুন পরিকল্পনার কথা জানান চিত্রনায়িকা অপু বিশ্বাস। ২০২৪ হবে অপুর ব্যবসায়িক বছর। এ বছর নতুন বেশ ক’টি ব্যবসা প্রতিষ্ঠান চালু করার কথাও জানান Mkprotidin.com এর কাছে। সে কথা অনুযায়ী, বুটিক ও বিউটি পার্লার এবং রেস্টুরেন্ট ব্যবসায় নাম লিখালেন এই চিত্রনায়িকা।
গত সোমবার রাজধানীর আফতাবনগরের সি ব্লকের ১৭ নম্বর বাড়িতে আনুষ্ঠানিকভাবে অপু বিশ্বাস চালু করলেন নিজের বুটিক, বিউটি পার্লার ও রেস্টুরেন্টটি। নাম দিয়েছেন ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ এবং ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’। অপুর পার্লারে প্রথম সেবা নিয়েছেন কণ্ঠশিল্পী কাজী সোমা।
তিনি জানান, সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিকের সেবা এবং আন্তরিকতায় তিনি সন্তুষ্ট। কাজী সোমার পর অন্যদের জন্য খুলে দেওয়া হয় পার্লারটি। প্রথম দিনের আয় নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন অপু বিশ্বাস।
এই চিত্রনায়িকার কথায়, ‘মানুষের কাছে আমি একজন নায়িকা, দর্শকের ভালোবাসার একজন অভিনেত্রী। আমি চেয়েছি এর বাইরেও আমার একটা আলাদা পরিচয় গড়ে উঠুক। এখন আমি অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা নিয়ে ব্যস্ত সময় পার করছি। এবার শুরু করলাম নতুন ব্যবসায়। আমি চাই ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। আমার সন্তানের কাছেও আমার সেই পরিচয়টা গর্বের হবে বলে আমার বিশ্বাস।’
অপুর নতুন ব্যবসায় সম্পর্কে শাকিব খানের কী মতামত জানতে চাইলে অপু বলেন, ‘শাকিব সব সময়ই ভালোর পক্ষে থাকেন।’
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com