সদ্য বিদায়ী মন্ত্রিসভার সদস্যরা পছন্দমতো একান্ত সচিব (পিএস) পাননি। সরকারই মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পিএস নির্ধারণ করে দিয়েছিল। এবারও তেমনটাই হচ্ছে। ‘ক্লিন ইমেজ’ রয়েছে এমন কর্মকর্তাদের মন্ত্রিসভার সদস্যদের জন্য পিএস হিসেবে ঠিক করে দেবে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের উপসচিবদের মধ্য থেকেই পিএস নিয়োগ দিতে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দু-এক দিনের মধ্যেই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী ছাড়া নতুন মন্ত্রিসভার সদস্য ৩৬ জন। এ ছাড়া মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন ছয়জন। তারা হলেন ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান এফ রহমান, কামাল আব্দুল নাসের চৌধুরী এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। তাদেরও পিএস ঠিক করবে সরকার। ৩৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং ৬ উপদেষ্টার জন্য ৪২ জন পিএস নিয়োগ দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়। দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স অ্যাক্ট, ২০১৬ অনুযায়ী এসব কর্মকর্তাকে একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হবে। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা যতদিন এ পদ অলঙ্কৃত করবেন অথবা তাদের জন্য পদায়ন করা একান্ত সচিবদের ওই পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
তবে সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা তাদের পছন্দমতো যে কাউকেই নিয়োগ দেওয়ার স্বাধীনতা পাবেন। তাদের পছন্দ অনুযায়ী এপিএসদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। সদ্য বিদায়ী মন্ত্রিসভার সদস্যরা নিজ এলাকার রাজনৈতিক নেতাকর্মীদেরই এপিএস নিয়োগ করেছিলেন।
কর্মকর্তাদের ভাষ্য, মন্ত্রিসভার সদস্যদের ওপর ‘নজরদারির’ জন্যই তাদের পিএস ঠিক করে দেওয়ার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ পিএস পছন্দ অনুযায়ী নিতে পারলে তারা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রতি বেশি ‘অনুগত্য’ দেখাতে পারেন। নানা অনিয়মের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ জন্য সরকার মন্ত্রিসভার সদস্যদের পছন্দ মতো পিএস নেওয়ার সুযোগ কেড়ে নিয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com