প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১০:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১২, ২০২৪, ১০:৫০ পি.এম
ইবিতে ককটেল সদৃশ বস্তু উদ্ধারের পর ক্যাম্পাসে তল্লাশি
মোতালেব বিশ্বাস লিখন, ইবি।।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ককটেলসদৃশ ছয়টি বস্তু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত ও শুক্রবার সকালে এসব বস্তু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তুগুলো সংগ্রহের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো ক্যাম্পাস তল্লাশির সিদ্ধান্ত নেয়।
জানা যায়, আজ শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর নেতৃত্বে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা এ অভিযান চালায়। এসময় ক্যাম্পাসের প্রধান ফটক থেকে প্রায় ২৫ জন পুলিশ ও নিরাপত্তা কর্মীদের নিয়ে এ অভিযান শুরু হয়। কয়েকটি দলে বিভক্ত হয়ে তাঁরা পুরো ক্যাম্পাস তল্লাশি চালান।
পরে বিকেল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের পাশে তল্লাশি অভিযান শেষ হয়। তবে তল্লাশিতে নতুন করে কোন কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
সার্বিক বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের পুরো ক্যাম্পাসে তল্লাশি অভিযান চালাতে অনুরোধ করে। এর পরিপ্রেক্ষিতে আমরা তল্লাশি চালিয়েছি। তবে নতুন করে কিছু পাওয়া যায়নি। আমাদের নজরদারি ও বাড়তি নিরাপত্তা জোরদার করা আছে। দোষীদের শনাক্তকরণে কাজ চলছে। উদ্ধারকৃত বস্তুগুলো কি ধরণের বিস্ফরক তা পরীক্ষা করতে র্যাবের বরাবর পাঠানোর কার্যক্রম চলছে।'
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, 'ঘটনার পর থেকেই আমাদেন নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো ক্যাম্পাস তল্লাশি চালিয়েছি। তবে নতুন করে কোন ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার হয়নি। শনিবার থেকে সবকিছু স্বাভাবিক ভাবে চলবে। এতে আতঙ্কিত হবার কোন কারণ নেই।'
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com