আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে ৯ম আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। বৈশ্বিক এই আসরের আগেই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতি ও মেগ ল্যানিংরা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে অজি নারীরা।
আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ হিসেবে মার্চের শেষে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ভারতে মেয়েদের আইপিএল শেষে টিম টাইগ্রেসদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা।
বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হওয়ায় দেশের কন্ডিশন, উইকেট নিয়ে পরিষ্কার ধারণা নিতে চায় অস্ট্রেলিয়া। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সফরকে অত্যন্ত গুরুত্ব দেবে রের্কড ৬ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া। সে দেশের কন্ডিশন, উইকেট সমন্ধে বাস্তব অভিজ্ঞতা নিতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। এই সিরিজের চূড়ান্ত দিনক্ষণও নির্ধারিত হয়নি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com