মারুফ সরকার, স্টাফ রিপোর্টার :চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘জি হুজুর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় চিত্রনায়িকা সারা জেরিনের।
এরপর কাজ করেন ‘রোমিও ২০১৩’ এবং ‘অন্যরকম ভালোবাসা’ সিনেমায়। সুনামের সাথে নাটকেও করেছেন কাজ। মাঝখানে লড়েছেন নিজের সাথেই, নিয়েছিলেন বিরতি।
বিরতির বারোটা বাজিয়ে ফিরলেনও সুখবর নিয়ে, নতুন বছরের শুরুতেই। সম্প্রতি রাজধানীর মগবাজারে ‘বউ হওয়া কি মুখের কথা’ নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন সারা জেরিন। জুলফিকার আলী ভুট্টোর পরিচালনায় নবাগত নায়ক থাকছেন সাড়া জাগানো নায়িকা সারা জেরিনের বিপরীতে।
সিনেমাটি প্রসঙ্গে সারা জেরিন বলেন, “আশা করছি, নতুন বছর দর্শক ভালো কিছু উপহার পাবে”।
সবকিছু ঠিক থাকলে আসছে ১১ জানুয়ারি ঢাকার সাভারে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হবে। একটানা কাজে শেষ হবে চলচ্চিত্রটির চিত্রায়ণ। সিনেমাটিতে সারা জেরিনের দাদার চরিত্রে আলী রাজ ও মায়ের ভূমিকায় থাকছেন রেবেকা রউফ। সিনেমাটিতে গান রয়েছে মোট পাঁচটি।
সারা জেরিন অভিনীত ‘হিটার’ ও ‘নিশ্চুপ ভালোবাসা’ নামের দুটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। চলতি বছরেই সিনেমা দুটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com