তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে প্রাথমিক বিদ্যালয়ও বন্ধের নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামবে, সেসব জেলার প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান বলেন, দেশে তীব্র শীতের কারণে মাধ্যমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েও এ বিষয়ে আলোচনা চলছে। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিব এরই মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com