কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জের পাউখালি মোড়ে ‘‘মামা টি ষ্টোর’’ এ অগ্নি সংযোগে চেষ্টার অভিযোগ উঠেছে। (শনিবার ৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৩ টায় কে বা কাহারা মামা টি ষ্টোরের পিছনে তক্তার বেড়ায় পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় বিকট শব্দে পাউখালি মোড়ে দায়িত্বরত নাইটগার্ড গোলাম হোসেন ও আবু বক্কর দ্রুত হাজির হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এঘটনায় মামা টি ষ্টোরের মালিক মহৎপুর গ্রামের মৃত শেখ আলিম বক্সের পুত্র শেখ আব্দুর রহমান (৫৪) বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যাক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। আব্দুর রহমান এ প্রতিনিধিকে জানান, চায়ের দোকান ব্যবসায় তার পরিবারে জীবিকা নির্বাহ সহ সন্তানাদির পড়ালেখার খরচ বহন করে থাকি। আমার দোকান ঘরে আগুন লাগলে আমার ঘর সহ পাশ্ববর্তি আরো একাধিক দোকানে ব্যাপক ধরনের ক্ষয়ক্ষতি হতো। নাইটগার্ডদের সচেতনতার কারনে তারা দ্রুত এগিয়ে আসায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যবসায়ীরা। আমার দোকানে ফ্রিজ, টেলিভিষন, মটর সাইকেল, বাই সাইকেলসহ মুল্যবান মালামাল ছিল। এদিকে পাওখালী টি ষ্টোরে আগুন লাগার বিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ থানার অফিসার হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com