হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা'র আয়োজনে উপজেলা এলাকার হতদরিদ্র, অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা'র উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, সিনিঃ সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম মমতাজ হোসেন মন্টু, মিলনী হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন। সোমবার (২২ জানুয়ারী) বিকাল ৩টায় এ সময়ে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সিনিঃ সহ সভাপতি এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু, সহ সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন, তথ্যও সাংস্কৃতিক সম্পাদক তাপস কুমার ঘোষ, সাংবাদিক শেখ আল নুর আহমেদ ঈমন ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এ সংস্থার আয়োজনে উপজেলার হতদরিদ্র, অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নিজ নিজ অবস্থান থেকে অল্প অল্প করে হলেও সমাজের ছিন্নমূল অবহেলিতদের সহায় হয়ে পাশে দাঁড়াতে হবে। জিও, এনজিও এবং বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে আসলে সমাজ উপকৃত হবে। কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা'র এ উদ্যোগকে সাধুবাদ জানাই, কেনোনা তারা শীতার্ত মানুষের সহায় হয়ে এগিয়ে এসেছে। অনুষ্ঠানের বিশেষ অতিথি শেখ সাইফুল বারী সফু তার বক্তব্যে বলেন জাতীয় সাংবাদিক সংস্থা মহামারী করোনা কালেও অসংখ্য মানুষকে সহায়তা প্রদান করেছিল। আজ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তাদের মত সমাজের বিত্তবানদেরকেও হতদরিদ্র মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সূধীবৃন্দ ও শীতার্ত ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com