হাফিজুর রহমান শিমুলঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে কালিগঞ্জ উপজেলার মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সহ গুণীজনদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা মধ্যর্ণভোজনে শিক্ষার্থী ও শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক (অবঃ) আলহাজ্ব আব্দুল হাকিম এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী ও ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ। শুরুতেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের গানের মধ্যদিয়ে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। স্বাগত বক্তব্য রাখেন মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকি বিল্লাহ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহমাদুল্লাহ বাচ্চু।অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত থেকে গুণীজন সম্মাননা গ্রহন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কালীন প্রধান শিক্ষক আব্দুল হাকিম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইদ্রিস আলী, অবসরপ্রাপ্ত সরকারি সিনিয়র শিক্ষক সত্যরঞ্জন, অফিস সহকারী জগদীশচন্দ্র গাইন, সমাজসেবক আবুল কাশেম গাজী, আশুতোষ দে, সহকারী শিক্ষক অনিতাসহ প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। জাতীয় ক্রিকেটার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি প্রতিবছর বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তির জন্য ৫ হাজার টাকা করে দেন। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য যোগদানের পর থেকে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, লেখাপড়ার গুণগতমান বৃদ্ধি এবং বিদ্যালয়ের শ্রীবৃদ্ধিতে অনেক ভূমিকা রেখেছেন। এছাড়া বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ানো হয় বলে স্থানীয়রা জানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com