কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠে বর্ণাঢ্য আয়োজনে শতবর্ষ উদযাপন করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারী) সকাল থেকে গভীর রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, শতবর্ষ উদযাপনে র্যালি, স্কাউট গার্লস গাইড কর্তৃক পিটি পরিদর্শন, কেক কাটা, বর্ণাঢ্য অনুষ্ঠানে অতিথিদের গ্রহণ ও বরণ করা হয়। বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে ব্যাপক উৎস উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে চম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি ও চম্পাফুল ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান (আমিন)। বক্তব্যে তার তিনি বলেন শিক্ষার মানোন্নয়নের মধ্যদিয়ে শিক্ষার্থীদের আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে। সচেতন অভিভাবক, আদর্শ শিক্ষক ও শিক্ষার্থীর সমন্বয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানে আলোকিত ছাত্র গড়ে তোলা সম্ভব। তাহলে শিক্ষিত জাতিগঠনে আমাদের কাঙ্ক্ষিত লক্ষে পৌছাতে পারবো। দেশ আজ অনেক উন্নত হচ্ছে, বিশ্বে আমাদের মর্যাদায় স্থান করে নিতে সক্ষম হয়েছি। মাদক, সন্ত্রাস ও জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশ বেশ অবদান রেখে আসছে। জনগনের জানমাল রক্ষার পাশাপাশি আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে আমরা স্বচেষ্ট। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ অধিকারী, কালিগঞ্জ থানা ওসি (তদন্ত) প্রদীপ সানা, আশাশুনি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্চু, সমাজসেবক পরান বাবু, সাংবাদিক মনিরুজ্জামান মনির প্রমূখ। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও গুণীজনদের শতবর্ষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণ সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, কবিতা আবৃত্তি, অভিনয় এবং বিভিন্ন অনুষ্ঠানে উদযাপন করা হয়। বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গোবিন্দ বাবুর রচনায় হৃদয়ে অম্লান নামে একটি সংকলন মোড়গ উন্মোচন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ফারুকুজ্জামান ফারুক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইভা। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবকসহ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com